fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

প্রতিটি বিভাগ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

দেশীয় খেলাগুলোকে আকর্ষনীয় করতে গুরুত্ব দেবে সরকার

খেলাধুলার উন্নয়নে প্রতিটি বিভাগ একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশী-বিদেশী খেলাধুলায় দক্ষতা অর্জন  এবং খেলোয়াররা যাতে সঠিক প্রশিক্ষণ পায় বর্তমান সরকার আরও বেশী মনোযোগী বলেও জানান তিনি। বুধবার সকালে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় খেলাগুলোকে আকর্ষনীয় করতে আরও বেশি প্রশিক্ষণ দরকার, তাই খেলাধুলার প্রতি দৃষ্টি বাড়ানো  উচিত। খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

খেলাধুলার সাথে সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে ছেলে-মেয়ের আরো বেশি উদার হবে, মন মানসিকতা ভালো হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button