রাজধানীআওয়ামী লীগরাজনীতি
জামিন পেলে অপরাধ মুছে যায় না: ওবায়দুল কাদের
বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের, এটা সরকারের কোন বিষয় না। তবে জামিন পেলে অপরাধ মুছে যাবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এছাড়া তাদের বিরুদ্ধে মামলা চলবে বলেও জানান। বৃহস্পতিবার দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেয়া হলেও তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনও ভাবছে না।
এছাড়া, সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই মনোনয়ন দিয়েছে জানান ওবায়দুল কাদের।
এন আর/ বাংলা টিভি .