fbpx
দেশবাংলা

ঈদযাত্রায় বেড়েছে ভিড়, রেলস্টেশনে প্লাটফর্মে প্রবেশে কড়া চেকিং

ঈদযাত্রায় রাজধানী ছাড়ার পথে পথে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। সোমবার কমলাপুর স্টেশনে প্রতিটি ট্রেনেই ছিলো যাত্রীর চাপ। তবে নিরাপদ ও স্বস্তির যাত্রায় সন্তুষ্ট তারা। এছাড়া বাস টার্মিনালগুলোতেও বিভ্ন্নি গন্তব্যের যাত্রীদের ভিড় বেড়েছে। ঈদযাত্রার নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদ আসতে আর বেশি বাকি নেই। শেষদিকের ঈদযাত্রায় তুলনামূলক বেড়েছে যাত্রীর চাপ। বাস টার্মিনালে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে, নাড়ির টানে নগর ছেড়ে গ্রামের পথে ছুটছে রাজধানীবাসী।

এদিকে, ট্রেনযাত্রীদের ভিড় বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। প্লাটফর্মে প্রবেশের আগে প্রতিটি যাত্রীর টিকিট চেক করা হচ্ছে। নির্ধারিত গন্তব্যের ট্রেন ভিড়তেই তাতে উঠে পড়েন যাত্রীরা। আসনধারীদের পাশাপাশি স্ট্যান্ডিং যাত্রীরও চাপ বেড়েছে।

সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, যাত্রীদের কোথাও কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button