fbpx
বানিজ্য সংবাদ

পহেলা বৈশাখ সামনে রেখে আগুন ইলিশের বাজারে; কমেছে সবজির দাম

ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা ঢাকার বাজারগুলো অনেকটাই ক্রেতা শূণ্য।ফলে বেচা-বিক্রিতে হতাশ ব্যবসায়ীরা । বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষের কারনে ইলিশের সরবরাহ কম থাকার অযুহাতে,বিক্রি হচ্ছে বেশ চাড়া দামে। এদিকে গরু ও খাসির মাংস ঈদের আগের দামে বিক্রি হলেও,কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায় ।

ঈদের রেশ কাটতে না কাটতেই  বাংলা নববর্ষ সমাগত। আর ইলিশ ছাড়া যেন অপুর্ণই থেকে যায় বাঙ্গালীর নববর্ষ উদযাপন। তাই বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে মাছের রাজা ইলিশ। বেড়েছে আদা রসুন ও পেঁয়াজের দামও।

এদিকে, গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হলেও, কেজিতে দশ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায় । ঈদের পর সবজির চাহিদা এমনিতেই কম থাকে। তারওপর ক্রেতাশুণ্য আর মজুদ করা সবজি নিয়ে  বিপাকে ব্যবসায়ীরা।

ঈদের টানা ছুটিতে অফিস আদালত থেকে শুরু করে বাজারঘাট সবই  প্রায় বন্ধ। বিশেষ করে ঢাকার কাঁচাবাজারগুলো এখনো বন্ধ অনেক দোকানপাট ।

বাংলা টিভি / বুলবুল

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button