fbpx
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ন্যাটোর আশ্বাস

ইউক্রেন সফরে গিয়ে ন্যাটোর মহাসচিব আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন৷ তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহের ডাক দেন৷ এদিকে রাশিয়া ওডেসা ও খারকিভের উপর হামলা চালিয়েছে৷

যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ৷ তিনি স্বীকার করেন যে, যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষণাত্মক অবস্থান নিয়ে আসছে৷ কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন৷ আত্মসমালোচনার সুরে তিনি স্বীকার করেন, যে ন্যাটোর সহযোগীরা ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিতে বিফল হলে ইউক্রেনের মানুষকেই তার মূল্য চোকাতে হয়৷ তাঁর মতে, শুধু অ্যামেরিকা নয়, ইউরোপের সহযোগী দেশগুলিও প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি৷

দীর্ঘ বিলম্বের পর অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে৷ ন্যাটোর মহাসচিব অদূর ভবিষ্যতে সদস্য দেশগুলির কাছ থেকে আরো সহায়তার ঘোষণার পূর্বাভাস দিয়েছেন৷ ইউক্রেনের প্রয়োজন মেটাতে ন্যাটোর দেশগুলি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্টলটেনবার্গ দাবি করেন৷ সম্প্রতি স্পেন ইউক্রেনকে পেট্রিয়ট মিসাইল সরবরাহের যে ঘোষণা করেছে, তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানান৷ জেলেনস্কি অস্ত্র সরবরাহের গতি আরো বাড়ানোর আর্জি জানিয়েছেন৷ তাঁর মতে, সে ক্ষেত্রে দ্রুততার উপর যুদ্ধক্ষেত্রে সাফল্য নির্ভর করছে৷

সোমবার জার্মানি দশটি মার্ডার ইনফ্যানট্রি ফাইটিং ভেহিকেলসহ আরো সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা করেছে৷ তার মধ্যে দ্বিতীয় স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম ও গেপার্ড এয়ার ডিফেন্স ট্যাংক ও আইরিস-টি সিস্টেমের জন্য ৩০,০০০ গোলাবারুদও রয়েছে৷ তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা করেছিল, সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায় নি৷ উল্লেখ্য, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে৷

কার্যক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া সে দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে৷ সোমবার বন্দর শহর ওডেসার উপর ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে৷ শহরের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানান, কমপক্ষে চার জন নিহত ও ২৭ জন আহত হয়েছে৷ খারকিভ শহরের উপরেও আবার হামলা চালিয়েছে রাশিয়া৷ ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button