fbpx
রাজধানী

ঈদ ও পয়লা বৈশাখের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে, রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে ছিলো যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ছুটির সময় কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন তারা। এছাড়া সড়কপথের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

বছর ঘুরে ঈদ, তার পরপরই বাংলা নববর্ষ। সবমিলিয়ে  লম্বা ছুটি কাটিয়ে এবার কর্মস্থল অভিমুখে রাজধানী ফিরতে মানুষের ঢল। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। অনেকে স্বজনদের সাথে নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ বাড়িতে পরিবার রেখে চলে এসেছেন কর্মের টানে।

সোমবার দিনভরই কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসে ট্রেনগুলো। যাত্রী চাপ বেশি থাকলেও নিরাপদে ফিরতে পারায় সবার চোখেমুখে স্বস্তি।

অন্যদিকে সড়কপথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে।এদিকে, ছুটির আমেজ কাটিয়ে রাজধানী ঢাকা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার চিরচেনা রুপে। দৈন্দন্দিন যাত্রার এখনও নগর পরিবহন বেশি না চললেও, ঢাকার রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button