fbpx
প্রধানমন্ত্রী

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ঘোষনা দিয়েও ডাল ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।  

সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পশু পালন,মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিএনপির শাসনামলে দেশে খাদ্য ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ঘাটতি পূরণ করে, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বলেন, ঘোষনা দিয়েও দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার।

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই পুষ্টিমানের ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।এছাড়া কৃষি উৎপাদন ও তার প্রক্রিয়াজাতকরণে পরিছন্নতার পাশাপাশি, প্যাকেটজাত করনে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার কথা বলেন সরকার প্রধান।

 বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button