fbpx
প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং দেখতে চান না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফলাফলে শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে কেন,এর কারণ খুঁজতে, সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঝোড়ে পড়া শিক্ষার্থীদের বিষয়ে আরও সচেতন হতে হবে। সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। এসময় কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

এরপর সংক্ষিপ্ত বক্তব্যে, যারা পাশ করেছে তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবং যারা অকৃতকারয হয়েছে, তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি।

পাশের হারের দিক থেকে ছেলেরা পিছিয়ে কেন এমন প্রশ্ন রাখেন সরকার প্রধান। শুধু তাই নয় এর কারন জানতে, সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময়, কিশোর গ্যাং নিয়েও অসন্তোষ জানান প্রধানমন্ত্রী।

এই ফলাফলের ওপর ভর কোরে,আগামীতে নিজেদের আরও উন্নত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি  / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button