ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে; লঞ্চার সম্পূর্ণ লোডেড
আইআরজিসি’র সাবেক কমান্ডারের তথ্য
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরাইলের ওপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে।
তিনি বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরাইল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।
তিনি বলেন, “আমাদের দেশের বহুস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে।”
কমান্ডার কাউসারি বলেন, “আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করা হয়নি। যদি ইসরাইল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে।