fbpx
মধ্যপ্রাচ্য সংকটআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরানের হামলায় ইসরাইলে ব্যপক ক্ষয়ক্ষতি

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিমানঘাঁটিসহ বেশকিছু সামরিক অবস্থানে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, ক্ষেপণাস্ত্র হামলায় বিমানঘাঁটির অফিস ভবন এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষতি ইসরাইলি বিমানবাহিনীর কার্যক্রমে বড় কোনো প্রভাব ফেলেনি।

এর আগে ইরান জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অপারেশন ‘অপারেশন ট্রু প্রমিজ’ ৯০ ‍শতাংশ সফল হয়েছে।

এদিকে ইসরাইল সরকার স্থানীয় সংবাদমাধ্যমকে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button