বাংলাদেশ
বিএনপি-জামায়াতের অপতৎপরতা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা এবং আবারও পেছনে ফেরার যে লক্ষণ দেখা যাচ্ছে তা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন অসাধু ফায়দা লুটতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর শেষে, এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়েছে। এখন তা কাটিয়ে উঠতে কাজ করছে সরকার।
আগামী প্রজন্মের স্বার্থকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সবাইকে দায়িত্বশীল থাকার আহবান জানান শিক্ষামন্ত্রী।