fbpx
বাংলাদেশ

এশিয়ান গেমসে সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ। বৃষ্টির বাধায় খেলা পরিত্যক্ত হলেও, র্যাং কিংয়ে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার কারণে সেমিতে উঠেছে টাইগ্রেসরা।

চীনের হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও, পিছিয়ে যায় ম্যাচটি। দুই ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
গেমসের নিয়ম অনুযায়ী, আইসিসি র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে সেমিফাইনালে। আইসিসি র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার নারীরা।

উল্লেখ্য ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button