বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় রাজধানীর পান্থপথে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।এসময় সংগঠনটির সভাপতি ফয়সল আজিজ ভূইয়া এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ফয়সল আজিজ ভূইয়া বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধারণ করেই এগিয়ে যাচ্ছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলেই পৃথিবীর বুকে একটি সম্মানজনক রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।উন্নয়ন অগ্রযাত্রায় দেশ আজ বিশ্বে রোল মডেল।আগামী নির্বাচনে আ বারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।কারণ,শেখ হাসিনার হাতে থাকলে দেশ,পথ হারাবে না বাংলাদেশ।
সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহী বলেন,আজ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন।তাই আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন,তিনি দীর্ঘায়ূ হোন।শেখ হাসিনা বিশ্বের বিষ্ময়,বাঙালি জাতির অহংকার।তাঁর কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।বিএনপি জামাত অপশক্তি শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে নানাভাবে বাধাগ্রস্থ করেছে।দেশে-বিদেশে সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে মীর মেজবাহ উর রহমান মেজবাহ,উত্তম উত্তাল, শ্যামল আবদুল হালিম,আনোয়ার হোসেন,শাকিল মিয়াজী,নাসির হোসেন, মামুনুর রশীদ,হাবিবুর রহমান অপু,অজিত সরকার,মো.জুয়েল রানা ও শহীদুল ইসলাম শিমুলসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।