fbpx
আন্তর্জাতিকবাংলাদেশ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র ।

শনিবার (৭ অক্টোবর) আঘাত হানা গত দুই যুগের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওই নেতা। খবর আলজাজিরার।

কাতার ভিত্তিক তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন আলজাজিরাকে জানান, হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারে এখনও অভিযান চলছে আর অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে।

দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান বার্তা সংস্থা এপিকে জানান, ভূমিকম্প ও এর আফটার শকে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জরুরি সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, ভূমকম্পে ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গেছে আর শতশত লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল শনিবার প্রথমে জানিয়েছিল ভূমিকম্পে ১০০ জনের মতো লোক নিহত হয়েছে। জাতিসংঘ প্রাথমিকভাবে জানিয়েছিল এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ৩২০ জন। অন্যদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছিল এতে ৫০০ লোক নিহত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button