বাংলাদেশ
শেখ হাসিনা সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাত: শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে, চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জেলার সংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বড় মেগা প্রজেক্টগুলো শেষ হলে, আগামীর শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্প হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাত। তাই, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে, আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আবহবান জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরোও বলেন,শুধুমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে, সাংবাদিকদের অনুদান দেয়ার উদ্যোগ চালু করেছে।