fbpx
আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের কাছে জিএসপি সুবিধা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লেয়েন।

বেলজিয়ামের ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলেনের যোগদানের আগে, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

এসময় তাদের উপস্থিতিতে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে ৩৫০ মিলিয়ন ইউরো অর্থায়ন চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

পরে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরেন। এসময় আগামীতেও বাংলাদেশের উন্নয়নে জিএসপি সুবিধাসহ ইউনিয়নের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

এসময় ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশের উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন এবং আগামী অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button