fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

বিএনপির মহাসমাবেশ শুরু

পথে পথে বাধা বিপত্তি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। দুপুর থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই লোক জড়ো হতে থাকে।

আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরের ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করছে ঢাকায়।

পুরানা পল্টন, দৈনিক বাংলা, কমলাপুর, কাকরাইল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মৎস ভবন, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

ঢাকা মহানগর বিএনপি (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button