পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনার ন্যায় বিচার নিশ্চিতে,যা যা করা দরকার তাই করা হবে। জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিরুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান,পুলিশ মহাপরিদর্শক,ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
পরে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান,এ ঘটনায় ইত্যেমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দুজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত।