fbpx
বাংলাদেশআইন-বিচারবিএনপিরাজনীতি

বিএনপির আমীর খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিএনপির ২৮ শে অক্টোবর মহাসমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় করা মামলায় শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী এ আদেশ দেন।

আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে এবং একই দিন বিকেলে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button