অবরোধের কারণে হিলি স্থলবন্দর থেকে পণ্য সরবরাহের স্থবিরতা
অবরোধের কারণে বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনার। পণ্য পরিবহনে মিলছে না চাহিদা মাফিক ট্রাক। ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি। এদিকে, নাশকতা এড়াতে পণ্যবোঝাই ট্রাকগুলোকে সন্ধ্যার পর বন্দর থেকে পুলিশি পাহারায় পাঠানো হচ্ছে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে।
দেশজুড়ে বিএনপি-জামায়াতের অবরোধের কারণে মহাসড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকায় এর বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা আসতে না পাড়ায়, কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনা।
অবরোধের কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের পণ্য পরিবহনে সংকট দেখা দিয়েছে। বন্দর এলাকায় চাহিদা মাফিক ট্রাক মিলছে না। পেলেও গুনতে হচ্ছে দ্বিগুন। যার বিরুপ প্রভাব পড়ছে পণ্য মুল্যের উপর।
এদিকে, হিলি স্থলবন্দর থেকে পণ্যবোঝায় ট্রাকগুলো যেন নিরাপদে যেতে পারে সেজন্য সন্ধ্যার পর বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাকগুলোকে ছাড়ছে পুলিশি পাহারায়।
বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি ব্যবসায়ীদের।