fbpx
আইন-বিচার

নির্বাচন পর্যন্ত রুটিন কাজ, কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত হবে না: আইনমন্ত্রী

নির্বাচন পর্যন্ত সরকার রুটিন কাজ করে যাবে, এই সময়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।

তফসিল ঘোষণার পরদিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তবে এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকলেও নতুন কোরে উন্নয়নকাজ শুরু হবে না।

আইন হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন বসবে না, ফলে আইন হবে না। যদি অধ্যাদেশ দিয়ে আইন জারি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হতে পারে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘‌সংবিধান অনুযায়ী আমরা চলব, সংবিধানের বাইরে আমরা কিছুই করব না।’‌

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেন, কে এল, কে না এল, কোন রাজনৈতিক দল এল না, সেটা বড় ব্যাপার নয়। জনগণ যদি ভোট দেন, সেটাই গ্রহণযোগ্য। কারণ, জনগণ সব ক্ষমতার উৎস।

সংশ্লিষ্ট খবর

Back to top button