![হরতাল-অবরোধে চট্টগ্রামে পুড়েছে ১৯ গাড়ি 1 CTG Hartal Faruk 1](https://banglatv.tv/wp-content/uploads/2023/11/CTG-Hartal_Faruk-1.jpg)
চট্টগ্রামে হরতাল-অবরোধে গাড়িতে অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে সাধারণ মানুষ। সহিংসতার ঘটনাকে ঘিরে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।
গত ২৯ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা, দফায় দফায় হরতাল-অবরোধে চট্টগ্রাম শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় পুড়েছে ১৯টি গাড়ি। এদিকে ১৯ নভেম্বর মধ্যরাতে রহস্যজনকভাবে গাড়ির গ্যারেজে আগুন লেগে, ২০টি সিএনজি,৫টি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে এসব ঘটনায় সহিংসতাকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি এলাকা ও উপজেলা মিলে ৫৪ টি মামলা হয়েছে। অনেককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে,বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বলেন, অগ্নিসংযোগ করে পরিবহনের ক্ষতি করা হলে আইনের আশ্রয় নেয়া হবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহাতাব উদ্দিন বলেছেন, অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে মামলার পর অনেক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নাশকতাকারীদের প্রতিহত করতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।