fbpx
আওয়ামী লীগ

বিএনপির আন্দোলন নেশাখোরদের হাতে দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের আন্দোলন নেশাখোরদের হাতে দেয়া হয়েছে। রোববার দুপুরে, জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের জান মালের ওপর আগুন দেয়া, সন্ত্রাস, অরাজকতা করা বিএনপির পুরানো অভ্যাস। মাদকাসক্তদের টাকা দিয়ে বিএনপি হরতাল-অবরোধ পালন করছে। তারা গাড়িতে গাড়িতে আগুন দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আশা করা যায় না।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ আবার সরকার গঠন করলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এসময় বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button