fbpx
দেশবাংলাঅপরাধআইন-বিচার

আইনজীবী হয়ে লড়েছেন ছেলে, ২৫ বছরপর ৪ আসামির মৃত্যুদণ্ড

সালটা ১৯৯৮ সালের ২১ মে। কুমিল্লায় জমিজমার বিরোধের জেরে হত্যা করা হয় বাবাকে। তখন ছেলে আবু নাসেরের বসয় মাত্র ১২ বছর। পড়েন পঞ্চম শ্রেণিতে। মায়ের চাওয়া ছিল ছেলে বড় হয়ে আইনজীবী হবে এবং বাবা হত্যার বিচার নিশ্চিত করবে।

সিনেমার গল্পের মতো হয়েছেও তাই। ২৫ বছর পর সত্যিই মায়ের স্বপ্ন পূরণ হলো। ছেলে আইনজীবী হয়ে ওই মামলায় বাবার হয়ে লড়েছেন। অবশেষে রায়ে চার আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।

গতকাল দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউসুফ, বনি আমিন, ইউসুফের ভাতিজা সোলায়মান এবং শ্যালক আব্দুল হক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালের এ মামলায় আমরা ২৬ জনের মধ্যে ২০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপনে সক্ষম হয়েছি। আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা খুশি।

নিহত শহীদ উল্লাহর ছেলে মামলার আইনজীবী আবু নাসের বলেন, ‘২৫ বছর পর হলেও একজন সন্তান হিসেবে বাবা হত্যার বিচার নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। মহান আল্লাহর প্রতি শুকরিয়া। আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button