আন্তর্জাতিক
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে ৩ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া আরও ৪ জনকে খুঁজছেন উদ্ধারকারীরা।
মঙ্গলবার রাতে মালয়েশিয়ার পেনাংয়ের বাতু মং অঞ্চলে ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটির (এলকেআইএম) কাছে এই দুর্ঘটনা ঘটে ।
এদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই এবং ১ জন হাসপাতালে মারা গেছেন । আহত শ্রমিকদের চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা যায়।