জাতীয় নির্বাচনবাংলাদেশ
নির্বাচনের তফসিল আর পেছানো হচ্ছে না: ইসি সচিব
নির্বাচনের তফসিল আর পেছানোর হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম। আজ প্রার্থী মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শেষদিন বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিং করে নির্বাচন কমিশন। এসময় ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়ন জমা শেষ, এখন আর তফসিল বাড়ানো কোন সুযোগ নেই। ৩০০ সংসদীয় আসনে মোট কত প্রার্থী মনোনয়ন জমা দিলেন তা আগামীকাল জানানো হবে।
এদিকে, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি দেখছি না। কোনো তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।