fbpx
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলের বিমান হামলা , ৩ ঘন্টায় নিহত ৩২জন

যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার প্রথম তিন ঘণ্টায় ৩২ জন নিহত হয়েছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সাত দিন স্থায়ী হয় এবং এসময় হামাসের হাতে বন্দী ১১০ জন জিম্মিকে মুক্তি দেয়া হয়। একই সাথে ইসরায়েলে বন্দী ২৪০ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেয়া হয়।

ফের যুদ্ধ শুরু হলেও মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলকে বলেছেন, তারা যাতে বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষায় ‘আরো কার্যকরী পদক্ষেপ’ নেয়।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৪০ জনকে জিম্মি করা হয়।অপরদিকে ইসরায়েলি হামলায় ১৪,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ছয় হাজার শিশু।

বাংলা টিভি /এএইচএমএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button