যারা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে, তাদের সাথে কোনো আলোচনা হতে পারেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে, হরতাল-অবরোধ ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে, প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধে আগুনে পোড়া হতাহতদের স্বজনরা জড়ো হনকেন্দ্রীয় শহীদ মিনারে।আগুন সন্ত্রাসের আর্তনাদ’ আয়োজিত মানববন্ধনে,আগুনে দগ্ধ হয়ে আহত এবং মৃত্যুর লোমহর্ষক বর্ণনা দেন তারা। দাবি তোলেন নাশকতাকারীদের দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার।
অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাদের সাথে কোনো আলোচনা নয়। দৃস্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।