ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথমটিতে ১৫০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরের ঘরের মাঠে নেমেছে লাল-সবুজেরা। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে মিরাজ মুশফিকেরা ।
অন্যদিকে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার।
বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।
বাংলা টিভি/ রাজ