fbpx
বাংলাদেশঅন্যান্য

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৪

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুটি আলাদা ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ হতাহতের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক জি/৩ এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৭), ক্যাম্প-১৭ এর আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩০), ক্যাম্প-১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহর ছেলে ইমাম হোসেন (৩০) এবং ক্যাম্প-১৫ ব্লক জি/৬ এর মো. শফিকের ছেলে আনোয়ার সাদেক (১৭)।

সংশ্লিষ্ট খবর

Back to top button