fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতিসরকার

সৌদি বিনিয়োগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে: প্রধানমন্ত্রী

সৌদি আরবের বিনিয়োগ বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গা টার্মিনাল প্রকল্পটি হবে দেশের অর্থনৈতিক বাতিঘর।

বুধবার সকালে নিজ কার্যালয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায়, সৌদির সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে, বিদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায়, সাপ্লাই-অপারেট-ট্রান্সফার ভিত্তিতে ২২ বছর মেয়াদে চট্টগ্রামের পতেঙ্গা টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে, সৌদি প্রতিষ্ঠান রেড সী গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই, উদ্যোক্তা সৃষ্টি ও আঞ্চলিক বানিজ্যের প্রবেশদ্বার হিসেবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের গুরুত্ব তুলে ধরেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদির বিনিয়োগে, বিশ্বের অন্যান্য দেশও বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সরকারি বেসরকারি অংশীদারিত্বে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে ব্যবসায়ীদের অংশীদার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button