fbpx
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্ধুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। উত্তর আমেরিকার দেশ লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।বৃহস্পতিবার  এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে , বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলাকারীও নিহত হয়েছেন।  নিহতদের পরিচয় জানা যায়নি। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত না নিজেই আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়।

লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট খবর

Back to top button