fbpx
বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনরাজধানীরাজনীতি

নির্বাচন বানচালে বিএনপির নাশকতা আরো ভয়াবহ হতে পারে: ওবায়দুল কাদের

নির্বাচন বানচালে বিএনপির নাশকতা আরো ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। নির্বাচনমুখী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অপরাজনীতি প্রতিহত করবে বলেও জানান তিনি।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারো অতিতের মত নাশকতার পথে হাটতে শুরু করেছে। এরই মধ্যে তারা আগুন নিয়মিত আগুন সন্ত্রাস চালাচ্ছে। আগামীতে নাশকতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
তিনি আরও বলের,আওয়ামী লীগ আজীবন গণতন্ত্র রক্ষার আন্দোলন করে আসছে। যারা গণতন্ত্রকে ধ্বংস করতে নির্বাচন বানচালের চেষ্টা করবে, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগসহ সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পথে হাঁটছেন। এজন্য যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলেও জানান, ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button