দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে খেলতে নেমে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের টাইগারদের ১৪৪ রানের সুবাদে ১৩৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হককে হারায় স্বাগতিকরা।
নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন।মুমিনুলের ফেরার পর জুটি গড়ার প্রয়োজন ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের।
স্যান্টনারের ঘূর্ণিতে ৯ রানে তালুবন্দি হয়েছেন মুশফিক। এরপর জাকির হাসান ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি।
নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।