fbpx
বাংলাদেশ

সিলেটে জ্বালানি তেলের সন্ধান, দৈনিক মিলবে ৬০০ ব্যারেল: নসরুল হামিদ

সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরেই এবার তেলের অস্তিত্ব মিলেছে। প্রাথমিক উত্তোলিত তেল এরইমধ্যে নেয়া হয়েছে পরীক্ষাগারে। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে, এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এই কূপ থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়া সম্ভব। বিজয়ের মাসে এটি বাংলাদেশের জন্য বড় সুখবর।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নসরুল হামিদ জানান, সিলেটের এই অনুসন্ধান কূপে ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় গত ৮ ডিসেম্বর তেলের উপস্থিতি জানা যায়। খনিতে প্রথম উত্তোলিত ৭০ ব্যারেল তেল পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই কূপে তেলের স্তরের এপিআই গ্রাভিটি ২৯ দশমিক ৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। সে হিসেবে দিনে অন্তত ৫ থেকে ৬ শ ব্যারেল তেলে উত্তোলন সম্ভব। পরীক্ষা সম্পন্ন হলে এই খনিতে তেলের মজুদের পরিমান জানা যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button