বিশ্ববাংলা
বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
দেশটির পর্যটন নগরী হুলোমালে’তে গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাংলাদেশীদের জন্য এ আয়োজন করা হয়। ১০টি ক্রিকেট টিমের অংশগ্রহণে টুর্নামেন্টে তিলাপসি আইল্যান্ড ক্রিকেট টিমের বিপক্ষে বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম জয় পায়। চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেন মো. মোহাম্মদ বাবুল হোসেন এবং রানার্সআপ মোহাম্মদ ফারুক ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজ এবং প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ সোহেল রানাসহ অনেকে।