fbpx
বাংলাদেশ

‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান রাষ্ট্রপতির

‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে খ্রিস্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন।

সোমবার, বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে, সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়, যীশুখ্রিস্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button