fbpx
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের হামলায় নিহত ২১ হাজার ছাড়ালো

গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার  এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরাইল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে বলে গাজার মিডিয়া অফিস বুধবার জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে।’ নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু।

গাজার মিডিয়া অফিসসুত্রে বলা হয়েছে, ৮২ দিন ধরে চলমান এই যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা করেছে। যারফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

সংশ্লিষ্ট খবর

Back to top button