fbpx
রাজধানীবাংলাদেশ

ভরা মৌসুমেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

ভরা মৌসুমেও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে । সপ্তাহের ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজি ও ব্রয়লার মুরগীর দাম।পেঁয়াজের পর আলুর বাজার লাগামহীন।মধ্যবিত্তের নাগালের বাইরে থাকা নিত্যপণ্যেরে বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারী চেয়েছেন ভোক্তারা। বছরের শেষ সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপন্যের দাম সাধারণের নাগালের বাইরে ।শীতের ভরা মৌসুমে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও,দাম না কমায় অস্বস্তিতে ক্রেতারা।দেশী মাছের দাম কিছুটা কমলেও গরুর মাংসের দাম অপরিবর্তিত।তবে কেজি প্রতি ১০-২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ভোজ্যতেলের দাম আবারও বাড়ার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা।
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজর দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি ৫-১০ টাকা পরযন্ত বেড়েছে আলুর দাম।
পন্যমূল্যের উর্দ্ধগতিতে ক্ষোভ জানিয়ে,বাজার মনিটরিংয়ে কারযকর পদক্ষেপ চেয়েছেন ভোক্তারা।

যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সেভাবে বাড়ছে না মানুষের আয়। তাইতো ব্যায় মেটাতে রিতিমত হিমসিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনি পদক্ষেপ না নিলে নতুন বছরে ভোগান্তি বাড়বে বহুগুণে। এমনটাই মনে করেন সাধারণ মানুষ।

নাজমুল হাসান রাজ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button