আওয়ামী লীগরাজনীতিসরকার
যা উন্নয়ন ও অগ্রগতি হয়েছে এর রক্ষণাবেক্ষণ করা সবার দায়িত্ব: ওবায়দুল কাদের
দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, এর রক্ষণাবেক্ষণ করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের পর, রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, এখন বিদেশিদের নানা ধরনের চাপ আসবে, দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। দেশি-বিদেশি চাপ ও ষড়যন্ত্র অতিক্রম করার ক্ষমতা, সাহস ও সামর্থ্য বর্তমান সরকারের রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।