আন্তর্জাতিকএশিয়া
পাকিস্তানে ভোটের আগের দিন বোমা বিস্ফোরণে নিহত ২৬
পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটের আগের দিন বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছে । বুধবার বালুচিস্থান প্রদেশে এ বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনা অনেকে আহত হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলা হয়েছে দেশটির বালুচিস্তান প্রদেশের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয়টি আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলামের কার্যালয়ের কাছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির ভোটের দিনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে গত কয়েক মাসে জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এ পর্যন্ত দুইটি হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানানো হয়েছে।