fbpx
বাংলাদেশ

আজ পহেলা ফাল্গুন, এসেছে ঋতুরাজ বসন্ত

আজ পহেলা ফাল্গুন,ভালোবাসা দিবস। বসন্তের আগমনী বার্তায় প্রকৃতিতে প্রাণ ফিরছে। বসন্ত মানেই প্রাণচঞ্চলতা, প্রকৃতিতে রঙের খেলা। অশোকে, পলাশে, শিমুলে উচ্ছাসের রং ছড়ায়। গাছে গাছে কচি পাতা আর আমের মুকুলের গন্ধে মাতাল হয়ে উঠে চারপাশ। আগুন রাঙা পলাশ আর শিমুল প্রস্ফুটিত শাখে শাখে। তারই মাঝে আনমনে ডেকে চলেছে কোকিল। বার্তা দিচ্ছে, বসন্ত এসে গেছে।

প্রকৃতির নিয়ম মেনেই ঋতু বদলায় তার রূপ আর সৌন্দর্য । তবে বসন্তের সৌন্দর্য যেন উপমাহীন। এই ঋতুতেই প্রকৃতি লাল, নীল, হলুদ, বেগুনি, বাসন্তি, সাদা কতোই না বাহারি ফুলের পসরায় সাজিয়ে দেয় চারপাশ। সেই ফুলের বাগানে ভ্রমর মনের আনন্দে গুঞ্জরণ করতে করতে মধু পানে মত্ত হয়ে উঠে। দল বেধে পাখিরা গেয়ে উঠে মান ভাঙ্গানি গান।

উৎসবপ্রিয় বাঙালির মনোজগতেও রয়েছে এর বড় প্রভাব। তাই তো ঋতুরাজের আগমনীতে মতোয়ারা এখন সবাই। প্রকৃতির এমন মোহনীয় রূপের আভায় নিজেকে রাঙিয়ে নিতেই দল বেঁধে বেরিয়ে পড়েছেন প্রকৃতি প্রেমীরা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button