fbpx
সরকারআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বাঙালি সবসময়ই ত্যাগের মাধ্যমে অর্জন করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মর্যাদা সমুন্নত রেখেই বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। কারো কাছে হাত পেতে ভিক্ষা করে নয়। বাঙালি সব সময় ত্যাগরে মাধ্যমে সব র্অজন করছে, তাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের বের করে আনতে হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ প্রদান উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ২১ জন ব্যক্তিকে একুশে পদক প্রদান করা হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ তুলে দেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা আমাদের স্বাধিকার আদায় করেছি। আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেই আন্দোলনের যে ইতিহাস, সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button