ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা ‘কালের কণ্ঠ’ এবং ইংরেজি ‘ডেইলি সান’র চাকরিচ্যুত ও অব্যাহতি পাওয়া গণমাধ্যমকর্মীরা বকেয়া আদায়ের জন্যে সংগ্রাম কমিটি গঠন করেছেন।
ডেইলি সানের সাবেক কর্মী আলিমুজ্জামানকে আহ্বায়ক এবং কালের কণ্ঠের সাবেক কর্মী মাহবুবুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন দুপুরে রাজধানীর রমনা পর্কে জরুরি মিটিংও করেছেন সংগঠনটির সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শতাধিক সাংবাদিকের পাওনা (সার্ভিস বেনিফিট) বুঝিয়ে দিতে টালবাহানা শুরু করায় প্রতিষ্ঠান দুটির মিডিয়াকর্মীরা এই সংগ্রাম কমিটি গঠন করেছেন।
গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতিষ্ঠান দুটি থেকে গণহারে কর্মীদের ছাঁটাই করা হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন বছর আগে চাকরিচ্যুত হওয়া কর্মীদের বকেয়াও এখনো পরিশোধ করে নাই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
এসআর