ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে,মনের মাধুরী মিশিয়ে নানা ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর নীজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন ।
হাফিজ বলেন,তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে সরকারী দল। এমন সংবাদ মানহানিকর বলেও দাবি করেন বিএনপির এই নেতার।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,৭ জানুয়ারির নির্বাচনে ৬ শতাংশ ভোটও পড়েনি।
জনগণ ভোট বর্জন করায়,তাদের আন্দোলন সফল হয়েছে বলে দাবী করেন বিএনপির এই নীতি নির্ধারক।
বাংলা টিভি/ রাজ