fbpx
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

হার দিয়ে শ্রীলংকার বিপক্ষে শুরু বাংলাদেশের টেস্ট সিরিজ

সিলেটে দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লঙ্কানরা। সিলেট টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে নেমে রানে পাহাড় গড়ে লঙ্কানরা। সব উইকেট হারিয়ে করে ৪১৮ রান।

সিলেট টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রানের। তবে বিশাল এই লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনের শেষ সেশনেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ওপনার মাহমুদুল হাসান ফেরেন ০ রানে। আরেক ওপেনার জাকির হাসান করেন ১৯ রান। অধিনায়ক নাজমুল হাসান ৬, শাহাদাত হোসেন ০ এবং লিটন দাস উইকেট বিলিয়ে দেন।

তাতে রেকর্ড রান তাড়ায় জেতার যে লক্ষ্য তা অসম্ভব হয়ে যায় বাংলাদেশের জন্য। এরপর চতুর্থ দিনের শুরুতেও হোঁচট খায় টাইগাররা। তাইজুল ইসলাম ফেরেন ৬ রানে। ৫১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও মেহেদি মিরাজ। দলীয় ১১৭ রানের মাথায় মিরাজ ফিরলে ভাঙে জুটি। এই ব্যাটার করেন ৩৩ রান।

এরপর শরীফুলকে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন মুমিনুল। তবে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ক্রিজে টিকলে শরীফুল ১২ এবং খালেদ আহমেদ ও নাহিদ রানা কোনো রান না করে ফিরলে ১৮২ রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তাইজুল ইসলাম ৪৭ ও দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক অপরাজিত ৮৩।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button