বাংলাদেশ
ঈদের ছুটি বাড়ছে না, তিনদিনই থাকছে : মন্ত্রিসভায় সিদ্ধান্ত
ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ছে না, সরকারি ক্যালেন্ডার হিসেবে পূর্ব-নির্ধারিত ৩ দিনই থাকছে ছুটি। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির যে সুপারিশ করেছিলো, তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।
ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল মঙ্গলবার সকল অফিস খোলা থাকবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আজকের মন্ত্রিসভায় ১২ হাজারের পরিবর্তে ১৫ হাজার টাকা আয় সীমা করে করে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা-২০২৪’এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
বাংলা টিভি/ বুলবুল