fbpx
প্রধানমন্ত্রী

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রোসাটমকে প্রধানমন্ত্রীর আহবান

রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটমের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বাংলাদেশে সফররত রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে, প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করেন। রোসাটমের মহাপরিচালক বলেন,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আরও নতুন দুই ইউনিটের আরেকটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিঅ্যাক্টর নির্মাণের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

বাংলা টিভি/ বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button