fbpx
বাংলাদেশজনদুর্ভোগ

আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও ৭২ ঘণ্টা (তিন দিন) বাড়ানো হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন এ সতর্কবার্তা দিয়েছে।

সকাল সাড়ে ৯টায় আবহাওয়া দফতরের ওই সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর জানায়, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আবারও বাড়বে তাপপ্রবাহ।

এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। গতকাল রোববার ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button