আওয়ামী লীগ
মন্ত্রী-এমপির স্বজনদের নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত: কাদের
স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী, এমপির স্বজনদের নির্বাচন থেকে বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত,এখানে আইনের কোনো বাধ্যবাধকতা নেই। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানান, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই, প্রতীক ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই বলে জানান তিনি। তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই।
বাংলা টিভি / বুলবুল